রিবুট (reboot): আমরা কম্পিউটারে যেটিকে রিষ্টার্ট বলি, মোবাইলের ভাষায় সেটিকে রিবুট বলে। অর্থাৎ একটি কমান্ডের মাধ্যমে মোবাইল ফোনটি অফ হয়ে আবার অন হওয়াকে রিবুট বলে।
রুট (root): রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক ক্ষমতা। একটি মোবাইল ডিভাইসের সেই পারমিশন বা অনুমতিকে বোঝায় যা ব্যবহারকারীকে ওই ডিভাইসের সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।
সাধারণত কোন মোবাইলে সাধারণ ব্যাবহারকারীর জন্য রুট এক্সেস দেওয়া থাকে না। মোবাইলটি যদি রুট করা হয়, তবে রুট এক্সেস করা যায়।