1. IPv6 ঠিকানা 128 বিট সমন্বিত অপর দিকে IPv4 ঠিকানাতে কেবল 32 বিট৷
2.IPv6 এর তুলনায় IPv4 এ অনেক বেশী ব্যহারযোগ্য ঠিকানা রয়েছে৷
3.IPv6, IPv4 এর তুলনায় রাউটারের কাজটি আরো সহজ করে তোলে৷
4. IPv6, IPv4 এর চেয়ে মোবাইল নেটওর্কের উপযোগী৷
5. IPv6 এর ঠিকানাগুলো হেক্সাডেসিমেল , কোলন বিচ্ছন্ন নোটেশনে প্রদর্শিত হয়, অপরদিকে IPv4 ডট-ডেসিমেল নোটেশন ব্যবহার করে৷
6. Ipv6, IPv4 এ অনুমোদিত যাবতীয় বড় প্লেলোডগুলোর জন্য অনুমতি দেয়৷