মোবাইল এবং ট্যাবলেট বর্তমান যুগে খুব কমন তথা সাধারণ গ্যাজেট/ডিভাইস যা প্রায় সবাই ব্যবহার করে। বিগত এক যুগ ধরে আমরা সবাই উন্নত মোবাইল পেয়েছি যা স্মার্টফোন হিসেবে সবার কাছে সুপরিচিত। তবে মোবাইল ছাড়াও অনেকেই ট্যাবলেট ব্যবহার করে অভ্যস্ত।
ট্যাবলেট হলো মোবাইল এবং ল্যাপটপের মধ্যবর্তী একটি গ্যাজেট। এটি মিনি কম্পিউটার হিসেবেও পরিচিত। ল্যাপটপে যেসব ফাংশন রয়েছে ট্যাবলেটেও সেসব ফাংশন রয়েছে। একটি ল্যাপটপে যা যা কাজ করা যায়, একটি ট্যাবলেটেও সেটি করা যায়। কিন্তু ট্যাবলেটে কারও সাথে কল রিসিভ করে বা কল দিয়ে কথা বলা যায় না যেমনটি মোবাইলে করা যায়। কিন্তু যেহেতু ট্যাবে ওয়াইফাই কানেকশন থাকে যার ফলে অনলাইনে যেমনঃ মেসেঞ্জার কল, হোয়াটসঅ্যাপ কলে কথা বলা যায় কিংবা চ্যাট করা যায়।
অন্যদিকে মোবাইল হ্যান্ডসেট হলো সহজবোধ্যভাবে ব্যবহৃত একটি ডিভাইস। একজন ব্যক্তি মোবাইল খুব সহজেই বহন করতে পারে যেটি ট্যাব হলে সম্ভব না। এছাড়া, মোবাইলে কল সেন্ড ও রিসিভ করা যায়। তবে যাই হোক, মোবাইল এবং ট্যাবের পার্থক্য এতই কম যা সহজে বুঝা যায় না। এবং দিন দিন এই পার্থক্যগত বৈশিষ্ট্য আরও কমে আসছে।