ক্ষত সৃষ্টি হলে আমাদের শরীর হিস্টামিন নামক পদার্থ নিসৃত করে যা ক্ষতস্থানে কোষের পূনর্বৃদ্ধি ও ক্ষয়পূরণের সাথে সম্পৃক্ত।
এই হিস্টামিন এর প্রতিক্রিয়াস্বরুপই আমাদের ক্ষতস্থানে অনেকসময় চুলকানোর অনুভুতি সৃষ্টি হয়।
আর শুধু ক্ষতস্থানই নয়। বিভিন্ন এলার্জেন উপাদান দেহের সংস্পর্শে আসলে শরীর তখনো সেসবের সাথে লড়ার জন্য হিস্টামিনের নিঃসরণ ঘটিয়ে থাকে। ফলে চুলকানি, প্রদাহ, লালচে হয়ে যাওয়া ইত্যাদি প্রতিক্রিয়া দেখা দেয়।
SHAHED RAIYAN