চিনি খাওয়া সম্পুর্ন ক্ষতিকর না। বরং একদমই চিনি না খেলে বেশ কিছু ক্ষতি হতে পারে। আমরা সাধারণত প্রয়োজনের চেয়ে বেশি চিনি খেয়ে ফেলি এজন্য আমাদের কম চিনি খেতে বলেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতিদিন সর্বাধিক ৩৭.৫ গ্রাম (৯ চামচ) আর নারীদের ক্ষেত্রে প্রতিদিন সর্বাধিক ২৫ গ্রাম (৬ চামচ) চিনি খাওয়া যায়। এর চেয়ে বেশি চিনি যখন আমরা প্রতিদিন খাই তখন তা আমাদের শরীরের জন্য খারাপ। প্রতিদিন ২৫ গ্রামের (৬ চামচ) বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর! বেশি চিনি খেলে আমাদের শরীরে বাসা বাধতে পারে স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো অসংক্রামক রোগব্যাধি। এ ছাড়া অকালে দাঁতের ক্ষয়, উদ্বেগ ও অবসাদের মতো সমস্যাও বেড়ে যেতে পারে।
আর অনেকেই মনে করেন চিনি খেলে ডায়াবেটিস হয়।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, চিনি খেলে ডায়াবেটিস হয় এটি একটি ভুল ধারণা।
ম্যাক্স হেলথকেয়ারের এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস ও ওবেসিটির পরিচালক ড. সুজিত ঝা জানান, চিনি খেলেই যা তা সরাসরি ডায়াবেটিসের জন্য দায়ী এমনটা কিন্তু নয়। তবে চিনি খাওয়ার কারণে এমন কিছু সমস্যা দেখা দেয়, যা থেকে হতে পারে ডায়াবেটিস।