ল্যাবরেটরিতে চোখকে রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য চশমা পড়া প্রয়োজন । রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত উৎপন্ন উদ্বায়ী পদার্থ চোখে লেগে চোখের ক্ষতি করতে পারে। কোনো তরল পদার্থকে উত্তপ্ত করলে সেটি Bumping এর মাধ্যমে চোখে লেগে চোখের ক্ষতি করতে পারে। যেমন: বোতল থেকে অ্যামোনিয়া দ্রবণ বের করার সময় অ্যামোনিয়া চোখের ক্ষতি করতে পারে। ল্যাবরেটরিতে চোখকে রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য দুধরনের চশমা পাওয়া যায় ১. নিরাপদ চশমা ২. রাসায়নিক স্প্ল্যাশ গগলস।