বিষ- যা খেলে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে বাধা প্রদান করে। কতটুকু খেলে মৃত্যু হতে পারে এটা বিষের ঘনমাত্রা,বিষের তীব্রতা ও মানুষের বয়সের উপর ও নির্ভর করে।আবার বিষের তীব্রতা হাইড্রোজেনের সংখ্যা ও সক্রিয় মৌলের উপর নির্ভর করে।অনেক তীব্র বিষ খুবই অল্প পরিমাণ গ্রহণ করলেও মৃত্যু হতে পারে।অনেক বিষ আছে খেলে এত দুত্ব না হলেও ধীরে ধীরে মারা যাবেন।বয়সে কথা কেন বলেছি বুঝিয়ে বলতেছি।মনে করুন 0.5 মোলারিটির মাঝামাঝি মানের কোন বিষ গ্রহণ করে কোন প্রাপ্ত বয়সের মানুষ তবে মৃত্যু হতে যতক্ষণ সময় লাগবে একজন ছোট বাচ্চা যদি সম পরিমাণ গ্রহণ করে মৃত্যু হতে তার থেকে কম সময় লাগবে। ছোটদের বাহিরের কোন কিছু রোধ করার ক্ষমতা কম।তাহলে সঠিকভাবে বলা যাচ্ছে না যে কি পরিমাণ খেলে মৃত্যু হবে।
ধন্যবাদ