প্রাকৃতিকভাবে সাধারণত দুটি উপায়ে দাবানল শুরু হতে পারে। প্রথমত, যদি কোনো শুষ্ক বনভূমির ওপর বজ্রপাত হয়। দ্বিতীয়ত, কোনো আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা অথবা বিভিন্ন পদার্থের জ্বলন্ত টুকরা থেকে। এরপর সেটি পরিবেশ ও পরিস্থিতি অনুসারে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও মানবসৃষ্ট বিভিন্ন কারণেও দাবানল হতে পারে। যেমন: সিগারেটের আগুন, ক্যাম্পফায়ারের আগুন ইত্যাদি। কিন্তু বাংলাদেশে এম্নিতেই বনভূমির পরিমাণ অনেক কম। এবং যতটুকু আছে, সেখানে ক্যাম্পফায়ার কিংবা সিগারেটের আগুন থেকে তেমন আগুন লাগে না, যেহেতু শুষ্ক বনভূমি তেমন নেই এদেশে। এছাড়াও বাংলাদেশে কোনো আগ্নেয়গিরিয়িও নেই।