এটা জিনগত ব্যপার; পিতা-মাতার উচ্চতা সন্তানের উচ্চতায় প্রভাব ফেলে। আবার বিভিন্ন হরমোন যেমন: থাইরয়েড হরমোন বা গ্রোথ হরমোনের অভাবেও মানুষের উচ্চতা বৃদ্ধি পায় না। এছাড়াও অপুষ্টির কারণেও মানুষের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। এছাড়াও মেরাসমাস রোগের কারণেও বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে।