আমরা বলতে পারি যে,
আয়তন = (ক্ষেত্রফল × উচ্চতা) ঘন একক
এখানে দেশের ক্ষেত্রফল থাকে। আবার দেশের আকাশ সীমাও এর অংশ। ফলে দেশের উচ্চতাও আছে। এজন্য দেশের আয়তন আছে।
এখন আসি কাজের কথায়। দেশীয় রীতিতে ক্ষেত্রফলের একক বর্গ মিটার ব্যবহার করা হয়, যদিও এর মাধ্যমে আয়তনই বোঝায়। কিন্তু দেশিয় রীতিতে আয়তনের ক্ষেত্রে বর্গ একক ব্যবহারের কারণ দেশের ক্ষেত্রফল নির্ণয় করা গেলেও এর উচ্চতার সীমা নেই। এই আকাশ সীমা অসীম ধরা হয়। তাই উচ্চতাকে এখানে গণ্য করা হয় না। এই কারণে উচ্চতাকে উহ্য রেখে বর্গ মিটার এককে প্রকাশ করা হয়। তবে বোঝানো হয় আয়তনই