আগেরকার দিনে আপনি দেখে থাকবেন যতজন মানুষ এমন নানা বিষয়ে পারদর্শী ছিলেন তারা প্রায় সবাই ছিলেন দার্শনিক, বিজ্ঞানী নন। দর্শন শাস্ত্র আর বিজ্ঞানের পার্থক্য হলো বিজ্ঞানে কোনো বিষয় বললেই হয় না, তা প্রমাণ করে দেখাতে হয়। যেমন: অ্যারিস্টটল একজন দার্শনিক ছিলেন এবং অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। তবে অ্যালবার্ট আইনস্টাইনের দিকে তাকালে দেখবেন, তিনি শুধু পদার্থবিজ্ঞানীই ছিলেন।
আবার বর্তমানে বিজ্ঞানের পরিধি বেড়েছে। ফলে কোনো এক সেক্টরে দক্ষতা অর্জন করতেই অনেক সময় লেগে যায়। কোয়ান্টাম মেকানিক্সের কথাই ধরুন। স্বয়ং বিজ্ঞানী ফাইনম্যানও এর জটিলতার কথা বলে গিয়েছেন। তাই, এখন অনেকে চাইলেও বহুমুখী বিষয়ে পুরোপুরি পারদর্শী হতে পারেননা।
তবে কেউ প্রচুর চেষ্টা ও শ্রম দিলে হয়তো একাধিক বিষয়ে পারদর্শী হলেও হতে পারেন।