অবতল দর্পণের ফোকাস বিন্দুতে থাকা বস্তুর বিম্ব অসীম দূরত্বে তৈরি হয়।
১. যদি প্রতিবিম্ব দর্পণের সামনে অসীমে তৈরি হয়, তবে প্রতিবিম্বটি হবে বাস্তব, উলটো এবং অত্যন্ত বিবর্ধিত!
২. যদি আলোকরশ্মিকে আমরা দর্পণের পেছনে বর্ধিত করি, তবে তা দর্পণের পেছনে অসীম দূরত্বে বিম্ব তৈরি করবে। প্রতিবিম্বটি হবে অবাস্তব, সোজা এবং অত্যন্ত বিবর্ধিত।
এভাবে অবতল দর্পণের ফোকাস বিন্দুতে থাকা বস্তুর বিম্ব একই সাথে বাস্তব অথবা অবাস্তব হতে পারে।