Annoy Debnath
না। এমন কোনো বাধাধরা নিয়ম নেই। আর মাথার ওপর নিচে বলে কিছু নেই৷ পৃথিবী টিল্ট ভাবে ঘোরে৷ এজন্য মনে হয় মঙ্গল আমাদের মাথার ওপরে৷ কিন্তু আবহাওয়ার ওপর নির্ভর করে কখন রকেট লঞ্চ করার জন্য উপযুক্ত সময়। শুধু তাই নয়। মঙ্গল গ্রহ বছরের নিদিষ্ট সময় আমাদের কাছে থাকে। আবার একটা সময় দূরে চলে যায়। তাই জ্বালানী বাচাতে এবং কম সময় এবং কম খরচে মঙ্গলে যাত্রা করতে বছরের ওই সময়টাতে মঙ্গলের উদ্দেশ্যে রকেট লঞ্চ করতে হবে৷ যেমন নাসা আর চায়না উভয়ই আগস্টে রকেট পাঠিয়েছে। কারণ এই সময়টায় মঙ্গল আমাদের সবচেয়ে কাছে ছিল।