নিকোলা টেসলা নিঃসন্দেহে একজন অসাধারণ উদ্ভাবক। তবে তিনি যে পদ্ধতিতে সারা বিশ্বে তারবিহীন বিদুৎ স্থানান্তর করতে চেয়েছিলেন তা হলো টেসলা কয়েল। এই টেসলা কয়েল নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারলেও অনেক বড় স্থান বা তার পরিকল্পনা মাফিক সারা বিশ্বে বিদ্যুৎ স্থানান্তর করতে সক্ষম নয়। কিন্তু তিনি যদি আর্থিক সাহায্য ও পর্যাপ্ত সুযোগ পেতেন তবে হয়তোবা নতুন কোনো প্রযুক্তি বা টেসলা কয়েলের সাহায্যে সারা বিশ্বে বিদ্যুৎ তার ছাড়াই স্থানান্তর করতে সক্ষম হতেন।