শক্তি উৎপাদিত হলেও লাভ নেই। কেননা বালব জ্বালানোর জন্য যে শক্তি প্রয়োজন তা সোলার প্যানেলের উৎপাদিত শক্তি থেকে বেশি পড়বে। দেখুন, আপনি যদি বালব প্যানেলের দিকে তাক করেন, তবে বালব নির্গত সব আলো প্যানেলে পৌঁছুবে না, বেশিরভাগই চারপাশে ছড়িয়ে পড়বে। অতএব, এ উপাায় অবলম্বন করলে শক্তি অপচয়-ই বেশি হবে, উৎপাদন হবে কম।