কনুইয়ে হঠাৎ বেকায়দায় আঘাত পেলে ইলেকট্রনিক শক লাগে যেন! কেন এমন হয়?
মাঝে মাঝেই খেয়াল করি, কনুইয়ে হঠাৎ বেকায়দায় লাগলে কেমন ঝনঝন করে ওঠে। মনে হয় যেন ইলেক্ট্রিক শক লাগলো। অনেকে মনে করে হয়ত রগে চাপ পড়ে বা হাড়ে আঘাত লেগে এই 'ইলেক্ট্রিক শক' লাগে। কিন্তু আসলে তা নয়। এই মজার অনুভূতির জন্য দায়ী হলো আলনার স্নায়ু (Ulner Nerve)।
আমাদের হাতের আলনা অস্থিতে অবস্থিত স্নায়ুর নাম আলনার স্নায়ু। এটা মস্তিষ্ক থেকে শুরু হয়ে আমাদের ট্রাইসেপ্স পেশি এবং এরপর আলনার ভেতরে প্রবেশ করে। শেষ হয় অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলে। এখন ব্যপার হলো যে, এই স্নায়ু প্রথমে ট্রাইসেপ্স এবং পরে আলনা অস্থির মাঝে সুরক্ষিত থাকে। কিন্তু পেশি থেকে অস্থিতে প্রবেশের সময় কনুইয়ের এক বিশেষ অংশে তা কোন আবরণ ছাড়াই থাকে। এই জায়গাটিতেই যখন বেকায়দায় আঘাত লেগে যায় তখনই ঝনঝনাৎ আর প্রচন্ড ব্যথা অনুভব হয়। এই মজাদার অনুভূতির জন্য আলনায় স্নায়ুকে ইংরেজিতে Funny Bone বলে।
কপিরাইট : সাইন্স বী