নিশাত তাসনিম: প্রতিটি মুরগির ডিম্বাশয়ের ভিতর হাজার হাজার ডিম আছে। এইসব ডিমকে একত্রে বলা হয় ova এবং একটি ডিমকে বলে ovum। যখন মুরগির ডিম দেওয়ার বয়স হয় (জন্মের প্রায় ৫ মাস পর) তখন মুরগির ডিম্বাশয়ে থাকা এই ova গুলোর মাঝে থেকে কিছু ova পরিপক্ক হওয়া শুরু হয় যাকে আমরা মুরগির কুসুম হিসেবে চিনি। প্রতিটি ওভাম এর নিজস্ব ফলিকল থাকে। যখন এই কুসুম পরবর্তী ধাপে যাওয়ার জন্য তৈরি হয় তখন এটি ফলিকল থেকে বের হয়ে যায় এবং oviduct এ পৌঁছায়। এখানেই মুরগির ডিম মোরগ দিয়ে ফার্টিলাইজ হয়। তবে মোরগ না থাকলে ফার্টিলাইজ ছাড়াই ডিম হতে পারে।
অর্থাৎ, মুরগি তার সময়মতো স্বাভাবিকভাবেই ডিম পাড়বে। কিন্তু নিষেক না হলে মানে মোরগের অনুপস্থিতিতে হলে সেক্ষেত্রে কোনো ভ্রূণ তৈরি হবে না।