মহাকাশ আর মহাবিশ্বের মধ্যে পার্থক্য খুব সুক্ষ্ম। মহাকাশ বলতে বুঝায় পৃথিবীর বাইরের/ চারপাশের অংশ, যেখানে অন্যান্য গ্রহ ও নক্ষত্র অবস্থান করে। ইরেজিতে যাকে বলা হয় outer space. আর মহাবিশ্ব বলতে বুঝায় পৃথিবীসহ আমাদের এই গোটা বিশ্বজগতকে, যাকে ইংরেজিতে বলা হয় universe.