ডার্ক এনার্জি, স্ট্রিং থিওরি এবং ইটারনাল ইনফ্লেশন তত্ত্বের মাধ্যমে মাল্টিভার্সের বিষয়টি প্রমাণ করা যায়। কিন্তু মহাবিশ্বগুলো বা মাল্টিভার্সগুলো নিজে প্রসারিত হচ্ছে। আবার ইটারনাল ইনফ্লেশন থিওরি মতে মহাবিশ্বগুলোর মধ্যবর্তী দূরত্বও বাড়ছে। ফলে কখনোই এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে কোনো শক্তি বা কোনো বস্তু এমনকি আলো পর্যন্ত যেতে পারবে না।