মহাবিশ্বের শেষ পরিণতি তিনটি হতে পারে।
১। অনন্তকাল প্রসারিত হবে
২।অনন্তকাল প্রসারণ হবেনা আবার সংকোচনও হবেনা
৩। প্রসারণ থেমে একসময় সংকোচন শুরু হবে
কোনটি ঘটবে সেটি নির্ভর করছে মহাবিশ্বের গড় ঘনত্বের উপর।
সংকোট ঘনত্ব=(3H^2)/8G.pi
এই ঘনত্ব আর সংকট ঘনত্বের অনুপাত যদি-
১ এর চেয়ে চেয়ে কম হয় তাহলে প্রথমটি ঘটবে
১ এর সমান হলে দ্বিতীয়টি ঘটবে
১ এর কম হলে তৃতীয়টি ঘটবে
মহাবিশ্বের ঘনত্ব ডার্ক ম্যাটার,ডার্ক এনার্জি এগুলো ছাড়া বের করা সম্ভব না। তাই বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন কতোদিন পর হবে এটা অনুমান করা সম্ভব না। পদার্থবিদ পল ডেভিসের মতে বিগ ক্রাঞ্চ ঘটতে পারে এখন থেকে ১০০ বিলিয়ন বছর পর।