পূথিবী মূলত গোলকের মতো। তবে পৃথিবী তার নিজ অক্ষের উপর প্রতি ২৪ ঘন্টায় ১বার ঘুরছে। নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চলে এই ঘূর্ণনের বেগ প্রায় ১০০০ মাইল প্রতি ঘন্টা। ফলে বিষুবীয় অঞ্চলের পৃথিবীপৃষ্ঠে কেন্দ্রবিমূখী বল সৃষ্টি হয়। এর ফলে কেন্দ্রবিমূখী বলের প্রভাবে বিষুবীয় অঞ্চলের ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্র থেকে দূরে বা বাইরের দিকে চলে যেতে চায়৷ ফলে সেখানকার ভূপৃষ্ঠ মেরু অঞ্চলের তুলনায় বাইরের দিকে বেশি প্রসারিত থাকে। কিন্তুু যেহেতু মেরু অঞ্চলের দিকে কেন্দ্রবিমূখী বল কম, তাই মেরু অঞ্চল তথা পৃথবীর উপর ও নিচের দিক (উত্তর মেরুকে উপর দিক ধরে)- এর মাটি কম প্রসারিত। একারণে পৃথবীর উত্তর ও দক্ষিণ দিক চাপা মনে হয়।