রাতের আকাশে যখন চাঁদ উঠে তখন আমরা হাঁটা শুরু করলে দেখতে পাই চাঁদ টি আমাদের মাথার উপরেই আছে এবং আমাদের সঙ্গে চলছেl আসলে চাঁদ পৃথিবী থেকে অনেক দূরেl আমাদের অবস্থানের পরিবর্তন হলেও চাঁদের অবস্থানের পরিবর্তন হয় না এবং এত বড় পৃথিবীতে কোন একটা ক্ষুদ্র স্থানে আমরা থাকাকালীন যখন আমাদের অবস্থানের পরিবর্তন করি তখন মনে হয় ঐ বড় জাতীয় আমাদের সঙ্গে অবস্থানের পরিবর্তন করছেl তাই আমাদের এমনটা মনে হয়l