নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে মহাবিশ্বের প্রত্যেক বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। সেই হিসেবে পৃথিবী তার গ্র্যাভিটি বা মহাকর্ষ বলের মাধ্যমে অন্যান্য বস্তুকণাকে আকর্ষণ করতে পারে। আবার এই আকর্ষণ বল ভরের উপর নির্ভর করে। অপরদিকে তাপ কোনো বস্তু নয়, বরং শক্তি। তাই মহাকর্ষের প্রভাব প্রত্যক্ষভাবে এর উপর নেই।