আলো হলো একগুচ্ছ ফোটন কণার সমষ্টি যা কখনো তরঙ্গ আবার কখনো কণা দুই অবস্থাতে থাকতে পারে প্যাটিকেল ডুয়েলিটি বলা হয়।
তাপ একপ্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অনুভূতি তৈরি করে। তাপগতিবিদ্যা অনুসারে, যখন দুটি বস্তুর মধ্যে প্রথমটি থেকে দ্বিতীয়টিতে আরেকটিতে শক্তি স্থানান্তরিত হয়, তখন প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা গরম হয় (অর্থাৎ, একটি অন্যটির চেয়ে বেশি তাপশক্তি অর্জন করে)। আর অন্যভাবে বলা যায়, তাপ হলো পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এমন এক প্রকার শক্তি, যা কোনো বস্তু ঠান্ডা না গরম তার অনুভূতি জন্মায়।
প্রতিটি কণার মধ্যে অণু পরমাণু রয়েছে। যা ভাঙ্গনের ফলেও তাপ উৎপন্ন করতে সক্ষম।তাপ এক প্রকার হওয়ার আলো ছাড়া তাপ উৎপন্ন হতে সক্ষম।ছোট একটি উদাহরণঃআমরা যদি এক হাত অপর হাতের উপর ঘর্ষন করি তখন কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। সুতরাং আলো ছাড়া তাপ উৎপন্ন করা সম্ভব।