কী হবে যদি আমরা পানি পান করা বন্ধ করে দিই? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
333 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)

কী হবে যদি আমরা পানি পান করা বন্ধ করে দিই?

প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি, তাই পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলা হয়। উদ্ভিদের জীবনে পানির গুরুত্ব অনেক। পানির অভাবে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে কোষের মৃত্যুও ঘটতে পারে! ঠিক তেমনই মানুষের দেহেও পানির ভূমিকা অনস্বীকার্য। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা ৫০-৬৫ ভাগই পানি।
পানির উপকারিতাগুলো নিম্নরূপ:
১। পরিমিত পানি পান ওজন কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও হজমশক্তি বাড়ায়।
২। পর্যাপ্ত পানি পান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; হাড়, পেশি সুস্থ্য রাখে।
৩। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বক সুস্থ্য থাকে, তেলতেলে ভাব দূর হয়, ব্রণ কমে যায়, ত্বক উজ্জ্বল হয় ইত্যাদি।
৪। শরীরে তরলের ভারসাম্য বজায় থাকে, বিপাকীয় কাজে সুবিধা হয় ইত্যাদি।

তবে অনেকেই আছেন যারা নিয়মিত পানি পান করেন না! তবে যদি আপনি যদি পানি পান করা বন্ধ করে দেন,  তবে কী হতে পারে? চলুন জেনে নেওয়া যাক।
প্রথম দিন:

২ ঘণ্টার মধ্যে আপনি তৃষ্ণার্ত অনুভব করবেন এবং ৪ ঘণ্টার মধে আপনার ঠোঁট শুকিয়ে যাবে। ৬ ঘণ্টা পার হতেই আপনি ক্লান্ত হয়ে পড়বেন। কাজে এনার্জি কমে যাবে। ৭ ঘণ্টা পার হয়ে গেলে আপনার প্রসাব কমে যাবে এবং ১২ ঘণ্টা পর আপনার প্রসাব গাঢ় রং ধারণ করবে। ১৮ ঘণ্টা পার হলে আপনার মধ্যে Erectile Dysfunction দেখা যেতে পারে। উল্লেখ্য erectile dysfunction এর ফলে শারিরীক মিলনে তীব্র অসুবিধার সৃষ্টি হয়। ২২ ঘণ্টার মধ্যে আপনার হালকা মাথাব্যথা শুরু হবে। ২৩ ঘণ্টার মধ্যে আপনার মস্তিষ্ক সংকুচিত হতে শুরু করতে পারে এবং ২৪ ঘণ্টার মধ্যে তীব্র মাথাব্যথা শুরু হবে।

দ্বিতীয় দিন:
ছোটোখাটো কাজকেও তখন খুব ভারী কাজ মনে হবে এবং শারিরীক শক্তি কমে আসবে। পেশিতে খুব একটা জোর পাবেন না। কোনো কাজেই মনোযোগী হতে পারবেন না। পানি আমাদের চোখে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। তাই, পানি পান বন্ধ করলে আপনার চোখ শুকিয়ে আসবে। এছাড়াও আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে। এরপর আপনার প্রসাব এবং ঘাম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে। শরীরের বিভিন্ন অংশে ব্যথা শুরু হবে, মুখ শুকিয়ে যাবে। ডিহাইড্রেশনের ফলে ক্ষুধার্ত অনুভব করবেন। এছাড়াও ত্বকও শুষ্ক হয়ে যাবে।

তৃতীয় দিন:
পানি পান না করায় কিডনিকে রক্ত পরিশুদ্ধ করার জন্য অতিরিক্ত কাজ করতে হবে। ক্যালোরি বার্নিং রেট কমে যাবে এবং হুট করে আপনার ওজন খানিকটা বেড়ে যেতেও পারে! আপনার পেটে ব্যথা শুরু হতে পারে এবং আপনার মলত্যাগও বন্ধ হয়ে যেতে পারে! এছাড়াও কোষ্ঠকাঠিন্য তো আছেই। আপনার হৃদকম্পন বেড়ে যেতে পারে এবং মাংসপেশিতে তীব্র খিঁচুনি হতে পারে। বমি বমি ভাব বৃদ্ধি পেতে থাকবে এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। আপনি এক পর্যায়ে প্রলাপ বকাও শুরু করতে পারেন! যদিও এটা বৃদ্ধদের মাঝে বেশি দেখা যায়।

চতুর্থ দিন:
আপনার চামড়া খসখসে হয়ে উঠতে শুরু করবে এবং ত্বকের রঙ পরিবর্তন হতে শুরু করবে। এছাড়াও শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা অনুভব করবেন। কিডনিতে পাথর দেখা দিতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পাবে। এরপর শরীর প্রায় অচল হয়ে পড়বে। পানির অভাবে আপনার রক্ত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘন হয়ে যেতে পারে যার ফলে আপনার বুকে ব্যথা অনুভূত হবে।  আপনার Hypovolemic Shock দেখা দিতে পারে। এই অবস্থায় রক্ত নেওয়া ছাড়া উপায় থাকে না!  এছাড়াও আপনার শ্বাস-প্রশ্বাস অনেক ধীর হয়ে যাবে।

পঞ্চম দিন:
আপনার হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন কমে যাবে। আমরা জানি যে, পানি রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে, কিন্তু দীর্ঘ কয়েকদিন পানি না পান করায় আপনার রক্ত দূষিত হয়ে পড়বে! অবশেষে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন।

সুতরাং, শত ব্যস্ততার মাঝেও পানিকে ভুলে গেলে চলবে না! কথায় আছে ‘পানির অপর নাম জীবন’। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, তবেই মিলবে একটি সুস্থ্য জীবন।

- হায়াত মোহাম্মাদ ইমরান আরাফাত | টিম সায়েন্স বী

+1 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
ঠিকমতো পান না করলে শরীর সব পানি শুষে নেয়, এতে কোলন শুষ্ক হয়ে যায়, ফলে শরীর থেকে বর্জ্য পদার্থ ঠিকমতো নির্গত হয় না। তাই পানির পরিমাণ ঠিক থাকলে কোলনে কোনো বর্জ্য জমতে পারে না। পানি কিডনির পাথর হওয়া থেকে বাঁচায়। কারণ, এটি ইউরিনের লবণ ও খনিজ ভেঙে দেয়, ফলে কিডনিতে পাথর হয় না।

 

ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 306 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 202 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 279 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 3,213 বার দেখা হয়েছে

10,837 টি প্রশ্ন

18,539 টি উত্তর

4,746 টি মন্তব্য

843,106 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. M_Hamza

    200 পয়েন্ট

  2. Dibbo_Nath

    140 পয়েন্ট

  3. MM88store

    100 পয়েন্ট

  4. peacock777ukcom

    100 পয়েন্ট

  5. bongvipdecom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল কী চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল আগুন গাছ মনোবিজ্ঞান খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার দুধ উপায় হাত শব্দ মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য বাচ্চা হলুদ বাংলাদেশ সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...