শরীরের চারপাশের তাপমাত্রা যখন এত বেশি তখন নিম্নতাপমাত্রার পানি শরীরে প্রবেশ করছে, হুলস্থূল একটা কাণ্ড হবার কথা! আমরা টের না পেলেও গলায় থাকা কিছু উপকারী ব্যাকটেরিয়া যারা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে আমাদের রক্ষা করে তারা ঠিকই টের পায়! নিম্নতাপমাত্রার ফ্রিজের পানি অতিরিক্ত পানে তাদের মৃত্যু ঘটে। ফলাফল কাশি, গলা বসে যাওয়া, স্বর বিকৃতি প্রভৃতি উপসর্গের সৃষ্টি হয়!
তাই সরাসরি ফ্রিজের ঠাণ্ডা পানি পান না করে বরং সাভাবিক তাপমাত্রার পানির সাথে তা মিশিয়ে পান করলে সবকূল রক্ষা পাবে।