পৃথিবীর শীতলতম স্থানটি কোথায়—এ প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা বলেছেন, নিশ্চিতভাবেই অ্যান্টার্কটিকায়। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের প্রধান বিজ্ঞানী টেড স্ক্যামবস আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক এক সভায় বলেন, সবচেয়ে ঠান্ডা ওই স্থানের গড় তাপমাত্রা মাইনাস ৯৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জায়গাটির অবস্থান ইস্ট অ্যান্টার্কটিক মালভূমির দুই শীর্ষভাগ ‘ডোম আরগাস’ ও ‘ডোম ফুজির’ মাঝামাঝি বরফাবৃত একটি উঁচু স্থানের কাছে। বিজ্ঞানীরা জানান, তাঁরা দক্ষিণ গোলার্ধের এযাবৎকালের সর্বনিম্ন যে তাপমাত্রা ২০১০ সালের ১০ আগস্ট রেকর্ড করেছেন, তা উত্তর গোলার্ধের আলাস্কা বা সাইবেরিয়া অঞ্চলে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও ৫০ ডিগ্রি কম। লাইভসায়েন্স।
সুত্রঃ প্রথম আলো