Fuad Faruk : এটার উত্তর দুইভাবে দেওয়া যেতে পারে। দুইটার জন্যই gravity দায়ী। তবে দুইটাই অতি নগন্য আর অনেক বেশী সময় ধরে পরীক্ষা না করা হলে ব্যবধান চোখে পরার মতো না।
প্রথমটা হল, যদি ঘড়িতে pendulum বা দোলক জাতীয় কোনো জিনিস use করা হয় time হিসাব করার জন্য। দোলকের দোলনকাল তার উপর প্রযুক্ত মধ্যাকর্ষন বলের উপর নির্ভর করে। উপরের দিকে উঠলে মধ্যাকর্ষন বল কমার কারণে দোলনকাল সামান্য বেড়ে বেড়ে যায় তাই ঘড়িতে সময় অতিবাহিত হতে বেশী সময় লাগে। যার কারণে ঘড়ি ধীরে চলে।
তবে যদি এখনও দোলককে সময় দেখার যন্ত্র হিসেবে use করেন তাহলে আর কিছু বলার নেই। কারণ অভিকর্ষ কমার কারণে যতটা না time slow হবে তার চেয়ে উঠা নামার ঝাকি আর যান্ত্রিক ত্রুটির কারণেই ঘড়ির অনেক অনেক বেশী সময়ের পরিবর্তন হবে।
দ্বিতীয়টা আরোও মৃদু। এটা হয় আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুসারে। কয়েকশো বছরের ব্যবধানে হয়ত কয়েক mili-second সময় পেছাতে পারে (exact সংখ্যাটা মনে নেই, আর হিসাবও করতে ইচ্ছা করতেছে না)। সহজ ভাষায় যেখানে gravitational field বেশী ওখানে সময় ধীর গতিতে চলে। কোনো পাহারের চূড়ার থেকে পৃথিবীর পৃষ্ঠের উপর gravitational pull বেশী বিধায় এখানে time dilation বেশী। যাতে করে নিচের ঘড়ির ক্ষেত্রে সময় ধীরে চলে।
দ্বিতীয়টা সার্বজনীন। মহাবিশ্বের যেকোনো system ই সময়কে গণনার জন্য ব্যবহার করা হোক না কেন, যত ভালোই হোক time dilation, system টা তে effect ফেলবেই।