আমরা জানি, সমুদ্রের পানির ঘনত্ব বেশি এবং নদীর পানির ঘনত্ব কম। ফলে সমুদ্রের পানির প্লবতা বেশি এবং নদীর পানির প্লবতা কম । জাহাজ সমুদ্র হইতে নদীর পানিতে আসিবার সময় নদীর পানির কম প্লবতা হেতু অধিক পরিমাণে নিমজ্জিত হইয়া ডুবিয়া যাইতে পারে। এই বিপদ হইতে রক্ষা পাইবার জন্য সমুদ্রের পানি হইতে নদীর পানিতে ঢুকিবার সময় জাহাজ হইতে কিছু পরিমাণ মালপত্র নামাইয়া লওয়া হয়।