Mirjaul Islam : মাছেরা সাধারণত কোনো সঙ্গীকে আকৃষ্ট করতে শব্দের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে। প্রজনন যোগাযোগের পাশাপাশি মাছ সাধারণত খাদ্যের উৎস বা এলাকা রক্ষা করতেও শব্দ ব্যবহার করে। এছাড়া মাছ নিজের অবস্থান জানাতে বা সঙ্গীরা তার আশপাশে আছে কিনা তা জানতেও শব্দের ব্যবহার করে। অনেক প্রাণী শব্দের মাধ্যমে যোগাযোগ করে। তাদের মতো কিছু মাছও শব্দ করে যোগাযোগ করে বলে দীর্ঘদিন ধরে গবেষকরা জানেন। কিন্তু এসব মাছের শব্দকে সব সময় বিরল ঘটনা হিসেবেই ভাবা হয়েছে।
গবেষকরা দাবি করেছেন, মাছ এক ধরনের শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে। গবেষকরা মাছের শাব্দিক আচরণ সম্পর্কে জানতে বিদ্যমান গবেষণাপত্র, রেকর্ডিং ও মাছের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে কাজ করেছেন। মাছের যোগাযোগে শব্দ এতটাই গুরুত্বপূর্ণ যে গত কয়েক লাখ বছরে যোগাযোগের এই ধরন অন্তত ৩৩ বার বিবর্তিত হয়েছে। মাছেরা কীভাবে শব্দ করে তা নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে ভোকাল কর্ড ছাড়াই মাছ শব্দ তৈরি করতে পারে। মাছেরা দাঁত পিষে ও পানিতে চলাচলের মাধ্যমে শব্দ তৈরি করে। এছাড়াও মাছেরা তাদের পাখনা দিয়ে সাঁতারের সময় শব্দ তৈরি করে। বিভিন্ন পরিস্থিতিতে মাছেরা এসব শব্দ তৈরি করে, যা অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে দেখা যায়।