একুয়ারিয়ামে মাছ রাখতে হলে সবার আগে পানির পরিবেশ ঠিক রাখা চাই; পানির লবণাক্ততা, তাপমাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মাছের সংখ্যা; এসব কিছুই এই পরিবেশের সঙ্গে সম্পর্কিত
মাছ মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে চর্মরোগ; মাছ ছাড়ার কিছুদিন পরে দেখা যায় এদের পাখনাগুলোয় সংক্রমণ হচ্ছে; পাখনা নরম বা ভাঙ্গা বা পচাঁ হতে পারে
এজন্য বিভিন্ন অ্যান্টিসেপ্টিক সলিউশন পাওয়া যায় এবং সেগুলো বিভিন্ন রঙের; পরিমানমত ব্যবহার করতে হবে
পানির সঙ্গে ৩-৪ ফোঁটা মিশিয়ে দিতে হয়; এর সঙ্গে পানির পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে দিলে পানিটা এই মাছগুলোর বসবাসের উপযোগী হবে; এই লবণ কিন্তু খাওয়ার সাধারণ লবণ নয়
এরপর আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে; এজন্য পাম্প মেশিন পাওয়া যায়, পাম্প মেশিনটা সব সময় চালু রাখতে হবে, যদি সেটা চার দেয়ালের অ্যাকুরিয়াম হয়; অনেকেই ভাবেন, পাম্পটা বন্ধ করে ঢাকনা খুলে দিলেই হয়ে যায়; ব্যাপারটা ভুল, বদ্ধ পানি, মাছগুলোও জলাশয়ের মাছ থেকে তুলনামূলক দুর্বল; সামান্য ডিজলভড অক্সিজেন এরা গ্রহণ করতে পারে না, তাই পাম্পটি সব সময় চালু রাখতে হবে