মাছের ফুলকার কাজ কী? সব জলজ প্রাণীদের মধ্যে মাছেদেরই কী শুধু ফুলকা বর্তমান?
ফুলকা মাছের শ্বসন অঙ্গ। এতে থাকে ফুলকা রেকার, আর্চ, ল্যামেলা এবং অন্তর্বাহী ও বহির্বাহী ফুলকা ধমনি। এর এপিথেলিয়াম অনেক রক্তজালক সমৃদ্ধ। মাছ মুখের মাধ্যমে যে পানি বয়ে আনে তা থেকে অক্সিজেন পরিশোষন করা ফুলকার কাজ। অন্তর্বাহী ফুলকা ধমনীর মাধ্যমে কার্বনডাইঅক্সাইড যুক্ত রক্ত রক্তজালিকায় আসে এবং গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে পানি থেকে অক্সিজেন রক্তে যুক্ত হয়। এবং ফুলকার বহির্বাহী ধমনি সেই রক্ত সারাদেহে বহন করে নিয়ে যায়। যখন অক্সিজেনবাহী পানি ফুলকার উপর দিয়ে প্রবাহিত হয় তখন এই গ্যাসীয় ব্যপন ঘটে।
সাধারণত কর্ডাটা পর্বের প্রাণিদের জীবনের যেকোনো দশায়/আজীবিনই ফুলকা এবং গলবিলের দুপাশে ফুলকা রন্ধ্র থাকে। যেমনঃ Branchiostoma lancheolatum, Myxine glutinosa, Petromyzon marinus, Plesiobatis daviesi, Scoliodon laticaudus, Eusphyrna blochii, Latimeria chalumnae, Neocerotodus forsteri ইত্যাদি। এছাড়া আমাদের দৈনন্দিন দেখা মাছগুলোতে তো আছেই। উন্নত কর্ডেটে ফুলকা রন্ধ্র লোপ পেয়ে থাকে। অনেকক্ষেত্রে মলাস্কা পর্বের প্রাণিদেরও ফুলকা থাকে। যেমনঃ Uroteuthis duvanucelli আরো আছে বাট এই মূহুর্তে মনে পড়ছে না। আবার এমফিবিয়া পর্বের প্রাণিদের লার্ভা দশায় ফুলকা থাকে পরিনত হলে ফুসফুসে পরিনত হয়। যেমনঃ Salamandra salamandra, Rhacophorous fergusonil, Haplobatrachus tigerinus ইত্যাদি।
.