বিশ্বব্রহ্মাণ্ড আর বিশ্বজগতের মধ্যে পার্থক্য কি? মহাজগৎ, মহা বিশ্ব, মহাশূন্য সব ই একই? ইংরজীতে ইউনিভার্স এর বাংলা বিশ্বব্রহ্মাণ্ড আর মহা বিশ্ব একই, তবে কেনো বলা হয়, বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব? তাহলে আবার কি হলো, ইউনিভার্স এর মধ্যেই ইউনিভার্স! এই ধারণা টা ক্লিয়ার হতে চাই। ধন্যবাদ।