অ্যালবিনিজম একটি বিরল জিনগত রোগ। এর ফলে জন্মের পর থেকেই ত্বক, চুল, চোখ সাদা বা বিবর্ণ থাকে। মানুষসহ নানা প্রজাতির পশু-পাখির মাঝে আলবেনিজম দেখা যায়। মূলত জিনগত ত্রুটির জন্য ত্বক, চুল, চোখে মেলানিনের অনুপস্থিতি হয় এবং অ্যালবিনিজম দেখা দেয়। অ্যালবিনিজম কয়েক প্রকারের হতে পারে। এগুলো হলো: OCA (OCA 1, OCA 2, OCA 3, OCA 4), Ocular Albinism, Hermansky Pudlak Syndrome, Chediak Higashi Syndrome, Griscelli Syndrome।
OCA1 : এটি হয় মূলত টাইরোসিনেজ এনজাইমের অনুপস্থিতির জন্য। এর দুটি সাবটাইপ হচ্ছে OCA1a, OCA1b। যাদের OCA1a হয় তাদের দেহে পুরোপুরি মেলানিন থাকেনা। আর যাদের OCA1b হয় তাদের দেহে অল্প পরিমাণে মেলানিন উৎপন্ন হয়।
OCA2 : এটি হয় OCA2 জিনের ত্রুটির জন্য যার ফলে মেলানিন উৎপাদন কমে যায়। OCA2 হলে মানুষের দেহে হালকা রঙ থাকে, চুল হলুদাভ বা বাদামী হয়।
OCA3 : এটি হয় TYRP1 জিনের ত্রুটির জন্য। মূলত যাদের ত্বকের রঙ কালো তাদের মাঝে দেখা দেয়। OCA3 এর ফলে মানুষের ত্বক, চুল, চোখ হয় লালচে বাদামী। এটি দক্ষিণ আফ্রিকায় দেখা যায়।
OCA4 : এটি হয় SLC45A2 প্রোটিনের জন্য। এর ফলে মেলানিন উৎপাদন কমে যায়। OCA4 এর লক্ষণগুলো প্রায় OCA2 এর মতো। এটি পূর্ব এশিয়ায় দেখা যায়।
Ocular Albinism : X ক্রোমোজোমের জিন মিউটেশনের জন্য হয় এবং পুরুষদের মাঝে বেশি দেখা যায়।
Hermansky Pudlak Syndrome : বিরল ধরনের অ্যালবিনিজম, যেকোনো একটি জিনের ত্রুটির জন্য হয়।
Chediak Higashi Syndrome : LYST জিনের ত্রুটির জন্য হয়। এর লক্ষণগুলো OCA এর মতো। সাইন্স বী
Griscelli Syndrome : সবচেয়ে বিরল অ্যালবিনিজম, এটিও জিনগত ত্রুটির জন্য হয়।
অ্যালবিনিজম বংশগত রোগ। পিতা-মাতার অ্যালবিনিজম থাকলে সন্তানের মাঝেও দেখা দেয়। বিশ্বব্যাপী প্রতি ২০,০০০ জনে একজনের এটি হয়। অ্যালবিনিজম সম্পূর্ণরুপে সারানোর কোন চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।
ছবি ১ঃ দুটি বিরল জিনগত অস্বাভাবিকতা অ্যালবিনিজম এবং হেটারোক্রোমিয়ার আক্রান্ত ১২ বছর বয়সী Amina Ependieva।
ছবি ২ঃ অ্যালবিনো পরিবার।
ছবি ৩ঃ ১২ বছরের ব্যবধানে জন্ম নেওয়া দুই অ্যালবিনো বোন।
ছবি ৪ঃ অ্যালবিনো বাচ্চাদের অস্বাভাবিক সৌন্দর্য।
ছবি ৫ঃ অ্যালবিনো পুরুষ।
© নিশাত তাসনিম (সাইন্স বী)