ভেবে দেখুন একটি কক্ষ যেটার ভেতর সকল আসবাবপত্র অল্প কাত করে রাখা, এমনকি কক্ষের ছাদ এবং তল ও সেভাবেই কাত হয়ে আছে, এই কক্ষের ভেতর থাকলে আমাদের সেই কাত হয়ে থাকা তল,ছাদ এবং আসবাবপত্র কেই সোজা মনে হবে, সেক্ষেত্রে কক্ষের ফ্লোরে কিছু রাখলে সেটা গরিয়ে যাবে কারণ সম্পুর্ন কক্ষটাই আসলে সমতলের সমানে না বরং কাত হয়ে আছে।
অনেক পাহাড় আছে যেগুলোর পাশ বা ঢাল নিচের দিকে নেমেছে কিন্তু পারিপার্শ্বিক সকল কিছু সেই সাথেই কাত হয়ে থাকলে আমাদের দৃষ্টিভ্রম হয়, তখন মনে হয় সেই ঢাল টি সোজা অথবা কখনো মনে হয় এটা উপরের দিকে উঠেছে, সেখানে কিছু রাখলে যখন গড়িয়ে যেতে থাকে তা দেখে মনে হয় উপরে উঠেছে নিজে নিজেই।
এধরণের পাহাড়কে ম্যাগনেটিক হিল, গ্রাভিটি হিল, ম্যাগনেট হিল এসব নামে ডাকা হয়। অনেকের ধারণা কোন ম্যাগনেটিক ফোর্সের জন্য এরকম হয়, সৌদি আরবের সেই জায়গায় পরীক্ষা করে কোন অতিরিক্ত ম্যাগনেটিক শক্তি পাওয়া যায়নি। এবং সেই স্থানে অতিরিক্ত গ্রাভিটেশনাল ফোর্স এর ও সন্ধান মিলেনি। এছাড়া ভূমির গঠন পর্যবেক্ষণ করে দেখা গেছে স্থানটি নিচু থেকে উচু নয় বরং উচু থেকেই নিচুর দিকে এসেছে। তাই এটাকে অপটিক্যাল ইলিউশান বা আমাদের দৃষ্টিভ্রম হিসেবেই মনে করা হয়।
- Warman Hasbi