১. সাপ দুধ খায়।
২. নাগমণি।
৩. দাঁড়াশের লেজে কাঁটা থাকে, সেই লেজের আঘাতে পচন ধরে।
৪. সাপের ছোবলে শক্ত করে বেঁধে ওঝার ঝাড়ফুঁক।
৫. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ থেকে গর্ভের সন্তানের প্রভাব।
৬. সমস্ত সাপ বিষধর।
৭. মরা সাপ গোবরে ফেললে জীবিত হয়।
৮. কার্বলিক অ্যাসিড সাপ তাড়ায়।
৯. গুঁইসাপ এক জাতীয় সাপ।
১০. সূর্যমুখী সূর্যকে অনুসরণ করে।
১১. হাসনাহেনা ফুল সাপকে আকৃষ্ট করে।
১২. সূর্যগ্রহণ, চন্দ্রগহণের সময় খেতে নিষেধ করা।
১৩. রাতে নখ কাটতে নিষেধ করা।
১৪. ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে।
১৫. বীণের শব্দে সাপের নাচন।
১৬. দুধ আর আনারস একসাথে খেলে পেটে বিষ হয়।
১৭. দুমুখো সাপ/আঁতাল কেঁচো মারাত্মক বিষধর তাই দেখলেই পুড়িয়ে ফেলা উচিত।
১৮. হাত চুলকালে টাকা আসে।
১৯. মাথায় মাথায় বাড়ি লাগলে শিং গজায়।
২০. বীজ খেলে পেটে গাছ হয়।
২১. জোড়া কলা খেলে যমজ সন্তান হয়।
২২. পরীক্ষার আগে ডিম খেলে শূন্য পাবে।
-- রাশিক আজমাইন