না ৷ এগুলো একটাও কাজে দেবে না ৷ সাবান কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ ৷ এতে অ্যাসিডের কোনো গুণাগুণ থাকে না ৷ কোনো অ্যাসিড সাপ তাড়াতে পারে এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷ কার্বলিক অ্যাসিড সাপ তাড়ায় এটাও ভুল ধারণা ৷ আমাদের মধ্যে ভুল ধারণা আছে এবং ছোটবেলায় সম্ভবত বইয়েও ছিল যে সাপের ঘ্রাণশক্তি দুর্বল ৷ এটা ভুল ৷ সাপের শ্রবণশক্তি ও স্মৃতিশক্তি বাদে সবই সবল ৷ সাপ জিহ্বা, নাসারন্ধ্র ও জেকবসনস অর্গান ব্যবহার করে গন্ধ শুঁকে শিকার শনাক্ত করে ৷ কার্বলিক অ্যাসিডের গন্ধ তার জন্য বিরক্তিকর নয় ৷ কার্বলিক অ্যাসিড বিষাক্ত ও দাহ্য ৷ দীর্ঘদিন ঘরে থাকলে এর বাষ্প ঘরে ছড়িয়ে থাকে ৷ দীর্ঘদিন এই বাষ্প নিঃশ্বাসের সাথে যেতে থাকলে সেটা স্লো পয়জন হিসেবে কাজ করে ৷ কার্বলিক অ্যাসিড দাহ্য ৷ ঘরে আগুন ধরিয়ে দেবে ৷
সজিনার ডালে, মরিচ পোড়াতেও কাজ হবে না ৷ প্রাকৃতিক রসায়ন হিসেবে সাপ তাড়াতে ন্যাপথালিন; লবঙ্গ ও দারুচিনির তেলের মিশ্রণ; পেঁয়াজ-রসুনের নির্যাস ও লবণের মিশ্রণ; ভিনেগার-পানির মিশ্রণ ইত্যাদি সাপ তাড়াতে সাময়িক কাজ করে ৷ এছাড়া বাড়ির আশেপাশের গর্ত বন্ধ রাখা, জঙ্গল হতে না দেওয়া, বাড়িতে সাপের খাবার যেমন ইঁদুর, ব্যাঙ, ছুঁচো, শামুক ইত্যাদির উৎপাত হতে না দেওয়া, সাপ শিকারী প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি পোষা ইত্যাদি পদক্ষেপ সাপ থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে ৷
© রাশিক আজমাইন