প্রতিদিন গোসলের পর মাথাব্যথা করাটা স্বাভাবিক না। তবে ভয়ের ও কিছু না। রিসার্চ করলেই জানতে পারবেন আরো কিছু দেশে এরকম কেস দেখা গেছে। যারা গোসলের পর, মাথার চুল আচরানোর সময় মাথাব্যথা অনুভব করতো। এটাকে সাধারণত BRH ( Bath Related Headache) বলা। যা মূলত Reversible cerebral vasoconstriction syndrome. সহজে বলতে গেলে, হতে পারে আপনার মাথার ত্বক খুবই sensitive, তাই ঠান্ডা বা গরম পানিতে ব্যথা শুরু হয়। আপনার ঠান্ডা allergy থাকলে তার কারণেও হতে পারে বা হতে পারে মাইগ্রেশানের সমস্যা। তবে আমার মতে, আপনার বিষয়টা পরিবারকে জানিয়ে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। এতে আপনি সুস্থ ও নিশ্চিন্ত থাকতে পারবেন। ধন্যবাদ।