যে সকল শিশুর দৈহিক, মানসিক ইত্যাদি ত্রুটির কারণে নির্দিষ্ট মাত্রায় স্বাভাবিক জীবনযাত্রায় অক্ষম, তাদের প্রতিবন্ধী বলে। অর্থাৎ যেসকল শিশুদের দৈহিক বা মানসিক দিক থেকে স্বাভাবিক বা গড় শিশুদের বিচারে যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায় তারাই প্রতিবন্ধী। যেহুতু আপনার বন্ধু ট্যারা চোখে দেখে এবং পিঠ কুঁজের মতো বাঁকা তাই তকে প্রতিবন্ধি বলা যাবে।