কেন গরু-ছাগলের রং এখন যেইরকম (কালো,খয়েরি,সাদা) সেইরকম না হয়ে আকাশী,সবুজ বা হলুদ হলোনা কেন ??
এর উত্তর হচ্ছে গরু ছাগলেরা ঠিক টিকে থাকার তাগিদে সেভাবেই পরিবর্তিত হয়েছে যেভাবে প্রকৃতি তাদের ঠেলে নিয়ে গেছে। আসলে এই বিষয়গুলো বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে হয়ে থাকে। এতো এতো বছর সময়ের ব্যবধানে গরু অথবা ছাগলের লোমগুলো নীল,আকাশি, সবুজ, হলুদ বর্নের না হয়ে কালো, খয়েরি, সাদা এইসব রঙের হয়েছে যার কারন হতে পারে অনিয়ন্ত্রিত মিউটেশন অথবা পরিবেশে টিকে থাকার স্বার্থে তাদের লোমে অবস্থিত মেলানিনে নীল বা সবুজ বর্ণ সনাক্তকারী কোনো পিগম্যান্ট তৈরী হয়নি।। আরেকটা উদাহরন দিলে ব্যাপারটা বুঝবেন ; সেটি হচ্ছে কিছু কিছু প্রাণীরা তাদের রঙ অভিযোজনের মাধ্যমে এমন করে নিয়েছে যে এরা খুব সহজেই ছদ্মবেশ ধরতে পারে। অর্থাৎ টিকে থাকার তাগিদেই হয়তো গরু-ছাগলেরা এতো রঙ থাকতে শুধুমাত্র কালো, খয়েরি অথবা সাদা বর্ণের হয়েছে নয়তো এর পিছনে মিউটেশনের হাত রয়েছে।।।