রং কি? রং কি ফিক্সড? সূর্য থেকে আগত ৭ টা রঙের উপস্থিতি, শোষণ, বিকিরণ ইত্যাদিই রং। কোন কিছুর রং লাল মানে- লাল বাদে বাকি ৬ টা রং ঔ পদার্থ দ্বারা শোষিত হয়ে যাচ্ছে। আবার একেক রঙ্গের তরঙ্গদৈর্ঘ্য একেকরকম, একেক মাধ্যমে একেক রকম।
যদি মাধ্যমের কারণে আলোর কোন পরিবর্তন না হতো, তাহলে সমুদ্রের গভীরেও সূর্যের আলো প্রবেশ করতো।
পানির ৩০ ফুট নিচে রক্তের রং পরিবর্তন হয়না, লাল ই থাকে হিমোগ্লোবিন কিন্তু লাল আলো পৌঁছাতে পারে না সেখানে। এজন্য লাল আলো আমাদের চোখে প্রতিফলিত হয়না৷ কিন্তু সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে সেটা প্রতিফলিত হয়ে চোখে দেখা যায়, রক্তে সবুজ পিগমেন্ট থাকে কিন্তু সাধারণ অবস্থায় তা লাল হিমোগ্লোবিন থেকে অনেক কম।
আরও গভীরে গেলেও কি সবুজ থাকবে? না, কারণ সবুজের পৌঁছানোর ক্ষমতাও কমে যাবে৷ আস্তে আস্তে কালো হয়ে যাবে সব। কালো কি রং? না কালো কোন রং না, কালো হচ্ছে সব রঙ্গের অনুপস্থিতি।
ক্রেডিট : মবিন সিকদার | প্রতিষ্ঠাতা, সায়েন্স বী