প্রাকৃতিকভাবে অধিকাংশ মানুষেরই চুলের রঙ কালো। ইউরোপ, আমেরিকায় কিছু মানুষের লালচে বা সোনালি চুলও দেখা যায়, যাদেরকে আমরা Blonde বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের চুল নীল বা সবুজ হয় না কেনো?
এর জন্য দায়ী মানুষের চুলে অবস্থিত মেলানিন। ত্বকের মেলানিন যেমন মানুষ ফর্সা না কালো হবে তা নির্ধারণ করে, চুলের মেলানিনও তেমনই চুলের রঙ নির্ধারণ করে। মানুষের চুলে দুই ধরণের মেলানিন দেখা যায়। সাধারণত চুলে বেশি পরিমাণে পাওয়া যায় ইউমেলানিন(eumelanin), যার রঙ বাদামি-কালো। এর তুলনায় খানিকটা আকর্ষণীয় ফিওমেলানিন(pheomelanin), যার রঙ লালচে-হলুদ। মূলত স্বর্ণকেশীদের চুলে ফিওমেলানিনেরই আধিক্য দেখা যায়।
যেহেতু মেলানিন কর্তৃক নিয়ন্ত্রিত হয় না, তাই মানুষের চুল প্রাকৃতিকভাবে নীল, সবুজ বা অন্য কোনো রঙ হওয়া সম্ভব না। একান্তই ইচ্ছা হলে সেলুন কিংবা বাসায়ই নিরাপদ হেয়ার কালার কিনে কৃত্রিমভাবে চুল রাঙাতে পারেন।
Source: BBC Science Focus Magazine
ক্রেডিট: মোঃ তৌফিক-ই-ইলাহী