সবুজ উদ্ভিদের পাতায় থাকা ক্লোরোপ্লাস্ট আলোক বর্ণালির সবুজ বাদে বাকি সব তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে এবং সবুজ রঙকে প্রতিফলিত করে। সবুজ বাদে বাকি সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি নিয়েই গাছ সালোকসংশ্লেষণ করে।
কিন্তু গাছকে যতি শুধু সবুজ আলোতে রাখা হয় তবে সব আলোই প্রতিফলিত হয়ে যাবে। কেননা সবুজ আলো প্রতিফলিত হয়ে যাবে। তাই শক্তির অভাবে সালোকসংশ্লেষণও ভালোভাবে হবে না।