সুন্দর প্রশ্ন। এজন্য জানতে হবে কালার কী? কালার মানে তো আলোর বিভিন্ন রং বলতে পারি। সূর্য থেকে আগত আলো কোন বস্তুর উপর পড়লে বস্তু থেকে আমাদের চোখে যে রং আসে সেটাই আমরা দেখতে পাই।
সূর্যের সাদা রংকে ভাঙলে বা প্রিজমের মধ্য দিয়ে দিলে সাতটা ভাগ হয়। বিভিন্ন বস্তুর ধর্মের উপর ভিত্তি করে একেক তরঙ্গদৈর্ঘ্যের আলো/কালার দেখতে পাই।
কালো কি? কালো কোন রং না। কালো হচ্ছে সেই সাত কালার বা সাদা রঙ্গের অনুপস্থিতি মাত্র।
তেমনি সাদা হচ্ছে সাতটি রঙের সমষ্টি। তাহলে সূর্য থেকে যেহেতু রাতে আলো আসছে না সেখানে কোন রঙ নেই, সেটাই কালো।
©মবিন সিকদার