কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর কারণ কর্দমাক্ত রাস্তায় ঘর্ষণ বল কম। সাধারণত আমরা যখন রাস্তায় চলাচল করি তখন রাস্তার ঘর্ষণ বলের কারণে আমরা অতি সহজে চলাচল করতে পারি। ঘর্ষণ বল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে। কিন্তু কর্দমাক্ত মাটি নরম হয়ে যাওয়ায় ও ছড়িয়ে পড়ায় এর ঘর্ষণ বল অত্যন্ত কমে যায়। ঘর্ষণ বল কমে গেলে আমরা যখন মাটিতে পা রাখি তখন সহজেই পিছলে যায়। তাই কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর।