আসলে এ দুটো বিষয় একই। এগুলোর মধ্যে কোন পার্থক্য নেই। আমরা যদি ইংরেজীতে এই দুটিকে অনুবাদ করি তবে আমরা একটি শব্দই পাবো। সেটি হলো "গ্রাভিটি"
কিন্তু, তবুও আমরা কেন এটিকে আলাদা দুটি নাম দিয়েছি? জেনে নেই এর পুর্ণ অর্থ-
অভিকর্ষঃ যখন পৃথিবী কোন বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, তখন আমরা তাকে অভিকর্ষ বল বলি।
সর্বপ্রথম স্যার আইজ্যাক নিউটনের কাছ থেকে আমরা অভিকর্ষের ধারণা পেয়েছি। তোমরা তো নিউটনের সেই বিখ্যাত গল্প শুনেই থাকবে,
একদিন স্যার আইজ্যাক নিউটন একটি আপেল গাছের নিচে বসে ছিলেন। এমন সময় তার মাথায় পড়ে একটি আপেল সেখান থেকেই এই চিন্তা তার মাথায় এলো।
মহাকর্ষঃ যখন পৃথিবী ব্যতীত অন্য কোন বস্ত অপর একটি বস্তুকে আকর্ষণ করে, তাকে আমরা মহাকর্ষ বলে থাকি।