আঙুল ফাটানোটা আসলে কি ??
অনেকেই মনে করে থাকেন হাড়ের সাথে হাড়ের ঘষা লেগেই হয়তো আঙুল ফাঁটার আওয়াজ সৃষ্টি হয় যেটি সম্পূর্ণ ভুল ধারণা।
আমাদের দেহের যে অস্থিসন্ধিগুলো আছে তার চারপাশে এক ধরনের তরল থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। যখন আমরা অস্থিসন্ধিগুলিকে তাদের স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসি, তখন সাইনোভিয়াল ফ্লুইডে এক ধরনের ভ্যাকিউম সৃষ্টি হয় এবং একটি বাবলের সৃষ্টি হয় যা প্রায় সঙ্গে সঙ্গেই ফেটে যায়। এই বাবল ফাটার শব্দটাই আমাদের কানে পৌঁছায়। এটাই হল আঙ্গুল ফাটানোর শব্দের আসল কারণ।
আঙুল ফোটানোর সাথে মানুষের বুদ্ধি বাড়া-কমার কোনো সম্পর্ক নেই। এগুলো শুধুমাত্র প্রচলিত মিথ ছাড়া আর কিছুই নয়।
মাঝে মাছে আঙ্গুল ফোটানো যদিও ক্ষতিকর না তবে মাত্রাতিরিক্ত আঙ্গুল ফুটানোর কারনে হাড়ের ক্ষয়জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
.
.
Shah Reyajur Rahman Raj (টিম সায়েন্স বী)