আসলে এই প্রশ্নটি এতটাই বিতর্কিত, যে মানুষ ভেদে এর উত্তরও পাল্টে যায়। তবে বর্তমানে বিজ্ঞানীরা এমন এক ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে দেখা যাচ্ছে যে, প্রায় 10 কোটি বছর পরেও জীবাণু সক্রিয় হয়ে উঠেছে।
বলা হচ্ছে, সমুদ্রের বহু গভীরে মাটির নিচেও জীবাণু হাজার হাজার বছর ধরে ক্ষুধার্ত থাকতে পারে এবং অনুকূল পরিবেশে আবার জেগে উঠতে পারে। সম্প্রতি এক পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন, সমুদ্রের তলার পলির মধ্যে থাকা জীবাণু যাদের বয়স প্রায় 1 কোটি থেকে 10 কোটি বছরের মধ্যে তারা আবার পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের পলি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসেন।
সুত্র- জয়ঢাক