চুল চামড়ার ভেতরে খুবই নরম অবস্থায় থাকে। কিন্তু চামড়ার বাইরের দিকের চুল দরকারি পুষ্টির অভাবে শক্ত হয়ে যায় এবং একসময় মরে যায়। এ কারণে চুল কাটলেও আমাদের ব্যাথা লাগে না। আসলে আমাদের মানবদেহ জীবিত স্নায়ু কোষ বা নার্ভ সেল দিয়ে গঠিত। কিন্তু যেহেতু চুল ও নখ মৃত কোষ দিয়ে তৈরি তাই সেখানে স্পর্শ চাপ, তাপ, ব্যাথা অনুভূতি হয় না।