চুল চামড়ার ভেতরে খুবই নরম অবস্থায় থাকে। কিন্তু চামড়ার বাইরের দিকের কিছু চুল দরকারি পুষ্টির অভাবে শক্ত হয়ে যায় এবং একসময় মরে যায়, আলগা হয়ে যায়। তাই আঁচড়ানোর ফলে এসব আলগা চুল পড়ে গেলে আমাদের ব্যাথা লাগে না। কিন্তু যখন সবল গোড়ায় থাকা চুল টান দেই, তখন এটি গোড়ায় ব্যথার উদ্ভব করে। যার ফলে টান দিলে চুলে ব্যথা লাগে।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি